দীঘিনালাতে অবৈধ করাতকলে জরিমানা
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের হাজাছড়া রেঞ্জ এলাকায় অবস্থিত ৩টি অবৈধ করাতকল (সমিলে) মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯নভেম্বর) উপজেলার হাজাছড়া রেঞ্জ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রট ফাহমিদা মুস্তফা স্বর্ণা।
এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা,২০১২ এর ৭(১) বিধি লংঘনের দায়ে অবৈধ করাতকল গুলি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়। এসময় ২টি পৃথক মামলায় ১৫হাজার টাকা জরিমানা করা হয় ও ১টি মুচলেকা নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা সয়ম বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।