ইউপি নির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তি জারি
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
২য় ধাপের ইউপি সাধারণ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য নিয়মবিধি আরোপ করে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের অফিসিয়াল পেইজে এ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙ্গামাটির জেলাধীন বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলায় ২য় ধাপে আগামী ১১/১১/২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১ সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য উল্লেখিত উপজেলায় ১০/১১/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ১১/১১/২০২১ তারিখ মধ্যরাত ১২.০০টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহনসমূহ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যেমন- ট্রাক,পিকআপ, বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ,লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত নৌযান ব্যতীত) এ সাথে ০৯ নভেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ১২ নভেম্বর ২০২১ তারিখ মধ্যরাত ১২.০০টা পর্যন্ত মোটর বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে নিম্নবর্ণিত ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিবন্ধী প্রার্থী/তাদের নির্বাচন এজেন্ট, দেশী/বিদেশি পর্যবেক্ষকদের (নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে প্রদত্ত নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। এ ছাড়া মহাসড়ক (ঐরমযধিুং) বন্দর ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী /বিদেশি সাংবাদিক (নির্বাচন কমিশন /রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, নির্বাচনী দেশি-বিদেশি পর্যবেক্ষক (নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত) এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ, গ্যাস,ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আর সংশ্লিষ্ট সংস্থা / কর্তৃপক্ষের জনস্বার্থে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য,বরকল উপজেলায় লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিন চালিত সকল নৌযানের ক্ষেত্রে ১০ নভেম্বর ২০২১ দিবাগত মধ্যরাত ১২.০০টা থেকে ১১ নভেম্বর ২০২১ মধ্যরাত ১২.০০টা পর্যন্ত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর মোটরসাইকেলের ক্ষেত্রে ০৯ নভেম্বর ২০২১ দিবাগত মধ্যরাত ১২.০০টা থেকে ১২ নভেম্বর ২০২১ মধ্যরাত ১২.০০টা পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান,আসন্ন ইউপি সাধারণ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের সর্বস্তর কাজ চালিয়ে যাচ্ছে।