মাটিরাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৫হাজার টাকা জরিমানা
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একজনকে জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) মোঃ হেদায়েত উল্লাহ।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীগণ তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) ইউনুছ মিয়ার ছবি ও নৌকা প্রতীকের ছাপা গেঞ্জি (টি-শার্ট) পরিধান করায় এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ বলেন,কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। আজকে আচরণবিধি ভঙ্গের কারণে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।