[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই

৪৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন ২৮ নভেম্বর। ২ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ছিলো। মহালছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যানসহ ২০ জন প্রার্থীর কোন প্রতিদ্বন্ধি নেই। মুবাছড়ি ইউনিয়নে ৮ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৮ জন, মহালছড়ি সদর ইউনিয়নে ৩ জন। যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই তারা হলেন, সংরক্ষিত মহিলা আসনে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা। সাধারণ সদস্য পদে, সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা, শিপন চাকমা। ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান, সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা, সুশীল বিকাশ চাকমা। মহালছড়ি সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে তান্টু মনি তালুকদার, মানিক রঞ্জন খীসা ও বিনোদ বিহারী চাকমা।

মহালছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, ২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীরা সুষ্ঠ ও উৎসব মূখর ভাবে মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নে ২০ জন এককভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সবকিছু ঠিক থাকলে যেসব প্রার্থী একক ভাবে প্রার্থী হয়েছেন তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, ভোট গ্রহন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।