[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়লংগদুতে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানসম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসকমহালছড়ির মাইসছড়িতে সোনালী লাইফ পিএলসি’র উঠান বৈঠকমাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদানমানিকছড়ির চিত্ত সুখ মঙ্গলং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবদীঘিনালায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই

৪৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন ২৮ নভেম্বর। ২ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ছিলো। মহালছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যানসহ ২০ জন প্রার্থীর কোন প্রতিদ্বন্ধি নেই। মুবাছড়ি ইউনিয়নে ৮ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৮ জন, মহালছড়ি সদর ইউনিয়নে ৩ জন। যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই তারা হলেন, সংরক্ষিত মহিলা আসনে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা। সাধারণ সদস্য পদে, সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা, শিপন চাকমা। ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান, সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা, সুশীল বিকাশ চাকমা। মহালছড়ি সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে তান্টু মনি তালুকদার, মানিক রঞ্জন খীসা ও বিনোদ বিহারী চাকমা।

মহালছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, ২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীরা সুষ্ঠ ও উৎসব মূখর ভাবে মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নে ২০ জন এককভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সবকিছু ঠিক থাকলে যেসব প্রার্থী একক ভাবে প্রার্থী হয়েছেন তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, ভোট গ্রহন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।