মানিকছড়িতে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘষে নিহত ১, আহত ২
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাজা মিয়া (১৬) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা দুই খালাতো ভাই মোঃ সাকিবুল হাসান শাওন (১২) ও সুজন (১৪) নামের দুজন গুরুতর আহত হয়।
সোমবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গচ্ছাবিল এলাকার মৃধা টার্কি ফার্ম সংলগ্ন মোড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পিকআপের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর রাজা মিয়ার মৃত্যু হয়। একই মোটরসাইকেলে থাকা মানিকছড়ির মুসলিম পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেন’র বড় ছেলে মোঃ শাকিবুল হাসান শাওন (১২), পিতা ও মাটিরাঙ্গা উপজেলার ভূইয়া পাড়া এলাকার মোঃ শাহজাহান’র ছেলে সুজন (১৪) নামের তার অপর দুই খালাতো ভাই গুরুতর আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মোঃ সাকিবুল হাসান শাওনের পিতা মোঃ আনোয়ার হোসেন জানান, বেড়ানোর উদ্যেশ্যে মাটিরাঙ্গা থেকে তারা ( নিহত রাজা মিয়া ও আহত সুজন) আমার মুসলিমপাড়া বাড়িতে আসে। দুপুরের কোনো এক সময়ে তারা তিন খালাতো ভাই আমার মোটরসাইকেল নিয়ে বেড়িযে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে জানতে পারি তারা গচ্ছাবিল এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। এসে দেখি রাজা মিয়া মারা গেছেন এবং আমার ছেলে ও সুমন গুরুতর আহত হয়েছে।
মানিকছড়ি থানার এসআই মোঃ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর রাজা মিয়া নামের ছেলেটি মারা যায় এবং অপর দুজনের অবস্থা গুরুতর হওয়া তাদের চমেক প্রেরণ করা হয়েছে। পিকআপটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।