বরকলে পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
“মুজিবর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগান কে সামনে রেখে বরকল মডেল থানার উদ্যোগে পুলিশিং ডে উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বরকল মডেল থানার তদন্ত অফিসার এসআই মোঃ সানজিদ,বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নন্দ বিকাশ চাকমা,১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (প্রার্থী) মাসাপ্রু মারমা,উপজেলা মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) এর সভাপতি মংহ্লাচি মারমা প্রমূখ।
বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান,আসন্ন ইউপি নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। সেক্ষেত্রে জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। বরকল উপজেলার ইউপি নির্বাচন ঝামেলামুক্তভাবে যাতে সম্পন্ন হয় সেই প্রত্যাশা করেছেন ওসি জসিম উদ্দিন।
এসময় বরকল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।