মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়। শনিবার (৩০ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, মোহাম্মদ খোরশেদ আলম,উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) হেদায়েত উল্লাহ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জনগনের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সৃষ্টি উল্লেখ করে বলেন,সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন,ইভটিজিং,কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে পুলিশিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস এর মতো মাহামারি থেকে শুরু করে প্রতিটি সংঙ্কটময় সময়ে মাটিরাঙ্গা থানা পুলিশের প্রতিটি সদস্য খুবই আন্তরিকতার সহিত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সব কাজের ধাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
অলোচনা সভায় পুলিশ আনসার ভিডিপি সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য,সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম,সমাজকর্মী, সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।