মানিকছড়িতে বীর মুক্তিযোদ্ধা মনু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাষ্ট্রীয় মর্যাদায় ও শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার বীর মুক্তিযোদ্ধা মনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনটহরী মাদরাসা মাঠে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম। পরে মাদরাসা মাঠেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদনী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজাদ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। গতকাল শুক্রবার সন্ধায় তিনি তার নিজ রাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।