[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্বাধীনতা বিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

ভারত প্রত্যাগত উপজাতিয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ লাল ত্রিপুরা বলেছেনর, খাগড়াছড়িবাসী দেশের অন্যান্য স্থানের চাইতে শান্তিতে বসবাস করছে। স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়নে ঈর্ষান্তিত হয়েই সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে সজাগ থাকতে হবে । শান্তি, সম্প্রীতি উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হচ্ছে তা যাতে কোনো ভাবেই ম্লান হয়ে না যায় সেদিকেও সবাইকে লক্ষ রাখতে হবে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে ৭ কোটি ৩ লক্ষ ৬ হাজার ২১৬ টাকা ব্যয়ে নির্মিত মানিকছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মানিকছড়ি উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ জব্বার, শাহিনা আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ওসি মোহাম্মদ শাহানূর আলম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে কর্তৃক বাস্তবায়িত মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারের পাশে মানিকছড়ি খালের উপর নির্মিত ব্রীজেরও শুভ উদ্বোধন করেন এমপি।