দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িক শক্তি চক্রান্ত করছে
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িক শক্তি চক্রান্ত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে। বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সে সময়ে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং বাকীদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই ।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মন্ডলী, সম্পাদকমন্ডলীসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।
এর আগে রাঙ্গামাটি পৌরসভা চত্ত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।