অসহায় নারীদের পাশে কাপ্তাই সেনা জোন
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় বসবাসরত অসহায় হত দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছেন কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল। সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ঘিলাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কাপ্তাই সেনা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ (পিএসসি) সার্বিক সহযোগিতায় অসহায় নারীদের হাতে নগদ অর্থ ও ছাগল সহায়তা তুলে দেন, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল আরেফিন।
বিতরণকালে তিনি বলেন, অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা। সেনাবাহিনী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। যে কোন সমস্যা মোকাবেলায় প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, সাংবাদিক,আজগর আলী খান, হারাধন কর্মকার প্রমূখ ।