[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় চার দিন ধরে নিখোঁজ ভাঙ্গারী ব্যবসায়ী শানু মিয়া

৭৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার শানু মিয়া (৫১) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোজে পরিবারের পক্ষে তার স্ত্রী মোমেনা বেগম থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় তিনি একজন ভাঙ্গারী ব্যবসায়ী। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভাঙ্গারী মালামাল কিনে বিক্রি করেন। যার ফলে গত ১৩ অক্টোবর বুধবার সকালে ব্যবসায়িক উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সন্ধ্যাও বাড়ীতে না ফিরায় সন্ধা সাড়ে ছয়টার দিকে তার সাথে কথা বলে তার স্ত্রী মোমেনা বেগম। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করে না পেয়ে নিরুপায় হয়ে গতকাল ১৫ অক্টোবর গুইমারা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ভাঙ্গারী ব্যবসার পাশাপাশি তিনি গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

গুইমারা থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শানু মিয়াকে পেতে পুলিশ কাজ করছে।