নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ কিশোরী আটক
॥ মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বলুগোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪’শ পিস ইয়াবাসহ এক কিশোরী কন্যাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধায় বলুগোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এ নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটক কিশোরী কন্যার রোজিনা আক্তার। সে কক্সবাজারের ঝিলংজা দক্ষিণ ডিককুল এলাকার আবদুল মতলবের মেয়ে।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (১৩ অক্টোবর) সান্ধায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ বলুগোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এ নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
আটক ওই নারী মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।