আলীকদম উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন
সভাপতি জাবেদ, সাঃ সম্পাদক শফিকুল ইসলাম
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তি পূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সকালে আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে জেলা-উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাট্য র্যালীর মাধ্যমে আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকলে সম্মেলনের মাঠে মিলিত হওয়ার পর আনুষ্ঠানিকতা শুরু করে উপজেলা ছাত্রলীগ।
সভাপতি জাবেদ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নাম ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আলীকদম উপজেলা ছাত্রলীগের সম্মেলন শেষ হল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সভাপতি – সাধারণসহ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি মিজান এবং যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জুহিল মার্মা ছাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিকাশ কর্মকার ও সাধারণ সম্পাদক মোস্তফা আলী রিগানের নতুন কমিটির নাম ঘোষণা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ।
সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীর।
সম্মেলনে উদ্বোধক হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ ও প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেলের সঞ্চালনায় বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মারমা,সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামরুল হাসান টিপু ও সমরঞ্জন বড়ুয়া,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল রহমান চৌধুরী রাশেদসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।