পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে নিয়োগের জন্য শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্যকারণ বশতঃ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
পরিষদ সুত্র জানায়, পরিষদের নিকট স্থানান্তরিত বিভাগ পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়। পরে শুক্রবার (৮অক্টোবর) লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পরবর্তী সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে বলেও সুত্র জানায়।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।