[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

৭১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায়ের যথাযথভাবে বান্দরবানে থানচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসটি উপলক্ষ্যে র্রালী করা পরে উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, উপজেলা কৃষি বিভাগের উত্তম মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মংসিং উ মারমা, বলিপাড়া (ইউপি) পরিষদের সচিব মংওয়াইসিং মারমা প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

বক্তারা আরো বলেন, গুরুপ্তপূর্ণ এই কাজটিকে সফল করতে সরকার চলতি বছর থেকে জাতীয় দিবস হিসাবে পালনের সিন্ধান্ত নিয়েছি। দিবসটি পালনের মূল উদ্দেশ্যে হচ্ছে সাধারণ মানুষ যাতে গুরুত্বপূর্ণ দিয়ে বিষয়টি যেন উদ্ধুদ্ধ হয়।