রাঙ্গামাটিতে ৪১টি পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান
॥ নিজস্ব প্রতিবেদক ॥
শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ হতে ১০টি উপজেলার ৪১টি পূজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে। সকল ধর্ম-বর্ণের মানুষ শারদীয় দুর্গপূজা সুন্দরভাবে পালন করার আহবান জানান। বুধবার (৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে প্রত্যক পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এ আহবান জানান।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রর্বতক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য আসমা বেগম, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য আব্দুর রহিম, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদ এর সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, সরকার জনবান্ধব সরকার, সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, সরকার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। যাতে কোন ধরনের বিশৃংখলা না ঘটে। তিনি জনবান্ধব আওয়ামীলীগ সরকারের সাথে আগামীতেও সকল ধর্ম-বর্ণের মানুষকে এ সরকারের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেষে জেলার ১০টি উপজেলার ৪১টি পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে ১.৫ মেট্রিক টন করে খাদ্য শস্যের (ডিও) অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।