কাপ্তাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় হলো” তথ্য আমার অধিকার জানা আছে কি সবার”।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই পরিষদের সম্মেলনে কক্ষ কিন্নরী তে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্ততারা উপস্থিত ছিলেন।