[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কথা হইলো ডাক্তার-ই যদি নাই থাকে তয় রোগ লইয়া খালি বিছানায় শুইয়া থাকিলে কি হইবে, চিন্তায় আছি…অনাকাক্সিক্ষত মৃত্যু আমরা চাই না, পর্যটকদের সচেতন করা জরুরীখাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির নানামুখী সহায়তাএলডিপি রাঙ্গামাটি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমল বিকাশবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের হামলায় নিহত-১কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেলকাঁচামালের উৎপাদন বাড়িয়ে কেপিএম এর সক্ষমতাকে বাড়াতে হবে-শিল্প উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ ৩যুবক আটকদীঘিনালায় কৃষকদের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণবান্দরবানের ঘুমধুম সীমান্তে আবারো স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন

৩৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অনুষ্ঠান শুরুতেই পর্যটকবাহী কয়েকটি গাড়ি ফুল দিয়ে সজ্জিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নারী ও পুরুষরা। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন মাউন্টেন বাইক রাইডার দুর্গম পাহাড়ি পথ বান্দরবান থেকে রুমা, থানচি ও আলীকদম উপজেলায় হয়ে ১৬০ কিলোমিটার পথ সাইকেলে ৪দিনব্যাপী পাহাড়ি পথে ভ্রমণ শুরু করেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদে সদস্য সিংইয়ং ম্রো সভাপতিত্বে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ পর্যটনসহ গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পর্যটন দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আলোচনা সভা আয়োজন করেন আয়োজকরা।