মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের কর্মশালা
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে দাতা সংস্থা ড্যানিডা’র অর্থায়নে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্প (সিসিআরপি) আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে সিআরসি সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সর্বশেষ শিখন বিনিময়, এলআরপি প্রকল্পের হস্তান্তর এবং প্রস্থান পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর ) সকালে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিসিআর প্রকল্পের কারিগরি কর্মকর্তা পরিচিতা খীসার সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সিসিআর প্রকল্প ফোকাল পারসন অংক্যছেন মারমা, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার।
স্বাগত বক্তব্য রাখেন, সিসিআর প্রকল্পের জেলা কর্মকর্তা সুশান্ত চাকমা। প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, সংশ্লিষ্ট প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা তপন ত্রিপুরা।
কর্মশালায় আলোচকবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় জলবায়ূ পরিবর্তনের প্রভাবের ফলে বিপদাপন্ন জনগোষ্ঠি নিয়ে ২০১৮ সাল থেকেই পাইলট প্রকল্প হিসেবে খাগড়াছড়ি জেলার তিন উপজেলায় কাজ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্প (সিসিআরপি)।
পার্বত্য চট্টগ্রামে জলবায়ুর পরিবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনাকালে বক্তারা বলেন, বাংলাদেশ ফরেষ্ট্রি মাষ্টার প্লান-২০১৬ তথ্য অনুযায়ী বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ছয়টি জায়গার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অন্যতম। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠির জীবন যাত্রার উপড়ে পরিবেশগত অবক্ষয়ের বিরূপ প্রভাবের কারণে বন উজাড়, পানির অভাব, ভুমি ধস, বন্যা এবং জীবিকার ঘাটতি এ অঞ্চলের জনগোষ্ঠির জীবন যাত্রাকে ঝুঁকিপূর্ণ করেছে বলে বক্তারা বলেন।