উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে
বান্দরবানে সোয়া ৩ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি॥
বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ৩ কোটি ১০ লক্ষ অর্থ ব্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রোয়াংছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এইসময় রোয়াংছড়ি টাউন হল, বাস টার্মিনাল ভবন, বটতলী পাড়া বৌদ্ধ বিহার, বেক্ষ্যং বিদ্যালয় ভবন, ও উদ্বমুখী সম্প্রসারণ ও ঘিলাফুল গণপাঠাগার নির্মাণসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ৩ কোটি ১০ লক্ষ অর্থ ব্যায়ের ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়।
বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশ ও মানুষের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। এ সরকার আমলে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অব্যাহত রেখেছে। যা পার্বত্য এলাকা বান্দরবানবাসী জনগনে সুফল পাচ্ছে। মন্ত্রী আরো বলেন, রোয়াংছড়ি উপজেলায় উন্নয়নে আগামীতেও নতুন সড়ক, পর্যটকদের জন্য যাতায়াতে নিরাপত্তা ও প্রত্যেক স্থানে ব্রিজ কালভার্ট ইত্যাদি তৈরি করার আশাবাদও ব্যক্ত করেন। বর্তমান সরকারেরর এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
সভায় উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটে নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, কাঞ্চন তংচগ্যা, তিতিম্যা, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসল মনু সহ এলাকাবাসী ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে রোয়াংছড়ি উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপবোগ করেন মন্ত্রী সহ অতিথিবৃন্দ।