কাপ্তাই এ সিএনজি ভর্তি মদসহ পাচারকারী আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই চন্দ্রঘোনা থানা পুলিশ রাইখালী ফেরিঘাট হতে ট্রেক্সী ভর্তি মদসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবাবার রাত দেড়টায় চন্দ্রঘোনা থানার এসআই কাজী আনোয়ার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাইখালী ফেরিঘাটে অভিযান চালিয়ে ট্রেক্সী সহ মদ আটক করা হয়েছে।
আটক ও পাচারকারী নুর হোসেন (৩০) চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। চন্দ্রঘোনা থানার মোঃ ইকবাল বাহার চৌধুরী (ওসি) সত্যতা নিশ্চত করে বলেন, পাচারকারী গাড়ির পিছন সিটে বস্তাভর্তি করে মদ পাচার করছিল। তল্লাশি করে ৮৫লিটার চোলাইমদসহ গাড়িটিও আটক করা হয়েছে। রবিবার সকালে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।