রাঙ্গামাটি হাসপাতালে কোভিড ইউনিট ও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্ধোধন
॥ মোঃ আরিফুর রহমান ॥
করোনা রোগীদের জরুরি প্রয়োজনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একপাশে সেন্ট্রাল অক্সিজেন প্লাণ্ট স্থাপন এবং ৫০ শয্যার একটি কোভিড ইউনিট নিমার্ণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও কোভিড ইউনিট উদ্ধোধন করেন,রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় তিনি বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কোভিড ইউনিট স্থাপন ও হাই ফ্লো অক্সিজেন প্লান্ট চালু হওয়ার ফলে করোনা রোগীরা একই জায়গা থেকে উন্নত চিকিৎসাসেবা পাবে। তিনি হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন মিয়া, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য ঝর্না খীসা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের পরিচালক ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া,রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল সহ হাসপাতালের ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের সংশ্লিষ্টরা জানান,রাঙ্গামাটিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট না থাকায় করোনায় আক্রান্ত রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। করোনা রোগীদের মধ্যে যারা খুবই আশঙ্কাজনক অবস্থা তাদের অক্সিজেনের অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এ প্রেরণ করা হতো বা বিভিন্নভাবে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে তাদের সেবা দেওয়া হতো। এখন আর করোনায় আক্রান্ত ব্যক্তিদের চট্টগ্রামে প্রেরণ করতে হবে না বরং রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে এ সেবা পাবে।
তাঁরা আরো জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একপাশে ৬ হাজার লিটারের একটি সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ট্যাংক বসানো হয়েছে। এ ট্যাংক থেকে একসাথে ১২৪ জন করোনা রোগী অক্সিজেন গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ইউনিটটি নির্মাণ করে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টটি স্থাপন করা হয়।