[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

“শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন”

জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য লজিস্টিক সাপোর্ট উপকরণ প্রদান

৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্টের অধীনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ এবং বিভিন্ন বিদ্যালয়ে লজিস্টিক সাপোর্টের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ২০ সেপ্টেম্বর (সোমবার) পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, এসআইডি-সিএইচটির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমা, উপজেলা ফ্যাসিলিটেটর জয় খীসা এবং প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বিতরণকৃত উপকরণগুলি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার এবং কাজে লাগাতে হবে। এ সব উপকরণ জনগণের কল্যাণে তথা মেয়েশিশু ও নারী কল্যাণে ব্যবহৃত হলে এ হস্তান্তর অনুষ্ঠান সফল হবে, আগামী প্রজন্ম আরো উন্নত সমাজ পাবে। এ প্রকল্পের অধীনে ১০০টি বিদ্যালয়, ৩০টি নারী বান্ধব শিক্ষা কেন্দ্র, জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য লজিস্টিক সাপোর্ট উপকরণ বরাদ্দ আছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদদাছছের হোসেন বলেন, এসব উপকরণ জনগণের কল্যাণে ব্যবহারে সজাগ দৃষ্টি রাখা হবে।

উল্লেখ্য, প্রতিটি বিদ্যালয়ের জন্য ১টি ব্লো-ট্যাংক, ১টি ঢাকনাযুক্ত বালতি, ১টি প্লাস্টিক মগ, ১টি বদনা, ১০টি সাবান, ২টি সাবানদানী, ১টি টয়লেট ব্রাশ, ৫০০ এমএল টয়লেট ক্লিনিং লিকুইড, প্রতিটি নারী বান্ধব শিক্ষা কেন্দ্রের জন্য ২৪ ইঞ্চি এলইডি টিভি, ২টি প্লাস্টিক টেবিল, ৫টি চেয়ার, ১টি বুক সেলফ, ১টি কেরমবোর্ড, ১ সেট দাবা বোর্ড এবং জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি মাল্টি ফাংশান ফটোকপিয়ার, ১টি এলইডি টিভি এবং ১টি মাল্টিপারপাস সেলফ হস্তান্তর করা হয়।