[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানখাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের দ্রুত বিচারের দাবীতে দীঘিনালায় বিক্ষোভকাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট অতিক্রম করলে জলকপাট খুলে দেয়া হবেখাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপন গ্রেপ্তারকৃষিজাত পন্য উৎপাদনে ভালো স্থান পার্বত্য চট্টগ্রামে পতিত উঁচু নিচু ভুমিখাগড়াছড়ির দীঘিনালায় ৪জন নিহতের ঘটনা গুজব দাবী করল ইউপিডিএফপানছড়িতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা উদ্যোগ প্রশংসনীয়রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিতদীঘিনালায় জুলাই পুনজাগরণ বৈষম্যমুক্ত সমাজ গঠনের শপথখাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদামের চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

“শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন”

জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য লজিস্টিক সাপোর্ট উপকরণ প্রদান

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্টের অধীনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ এবং বিভিন্ন বিদ্যালয়ে লজিস্টিক সাপোর্টের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ২০ সেপ্টেম্বর (সোমবার) পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, এসআইডি-সিএইচটির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমা, উপজেলা ফ্যাসিলিটেটর জয় খীসা এবং প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বিতরণকৃত উপকরণগুলি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার এবং কাজে লাগাতে হবে। এ সব উপকরণ জনগণের কল্যাণে তথা মেয়েশিশু ও নারী কল্যাণে ব্যবহৃত হলে এ হস্তান্তর অনুষ্ঠান সফল হবে, আগামী প্রজন্ম আরো উন্নত সমাজ পাবে। এ প্রকল্পের অধীনে ১০০টি বিদ্যালয়, ৩০টি নারী বান্ধব শিক্ষা কেন্দ্র, জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য লজিস্টিক সাপোর্ট উপকরণ বরাদ্দ আছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদদাছছের হোসেন বলেন, এসব উপকরণ জনগণের কল্যাণে ব্যবহারে সজাগ দৃষ্টি রাখা হবে।

উল্লেখ্য, প্রতিটি বিদ্যালয়ের জন্য ১টি ব্লো-ট্যাংক, ১টি ঢাকনাযুক্ত বালতি, ১টি প্লাস্টিক মগ, ১টি বদনা, ১০টি সাবান, ২টি সাবানদানী, ১টি টয়লেট ব্রাশ, ৫০০ এমএল টয়লেট ক্লিনিং লিকুইড, প্রতিটি নারী বান্ধব শিক্ষা কেন্দ্রের জন্য ২৪ ইঞ্চি এলইডি টিভি, ২টি প্লাস্টিক টেবিল, ৫টি চেয়ার, ১টি বুক সেলফ, ১টি কেরমবোর্ড, ১ সেট দাবা বোর্ড এবং জেলা পুলিশ কার্যালয় ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের জন্য ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি মাল্টি ফাংশান ফটোকপিয়ার, ১টি এলইডি টিভি এবং ১টি মাল্টিপারপাস সেলফ হস্তান্তর করা হয়।