দীঘিনালায় আনসার ভিডিপি সভা অনুষ্ঠিত
॥ সোহেল রানা, দীঘিনালা ॥
শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রকে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১সেপ্টম্বর) উপজেলা অডিটরিয়াম হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কর্মকতা শাহ মোফাচ্ছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক ৩৭ আনসার ব্যাটালিয়ন কুমিলা টিলা ও জেলা কমান্ড্যান্ট (অঃ দাঃ) মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি খাগড়াছড়ি সহকারী জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিভি সহকারী কর্মকর্তা রোকেয়া পারভীন, আনসার কমান্ডার ও সদস্য সদস্যা বৃন্দ।
সভায় প্রধান অতিথি বক্তব্য মোঃ জিয়াউর রহমান বলেন, বাহিনীর উন্নয়ন, শৃঙ্খলা, জৈষ্ঠ্যতা, পোষাক, দায়দায়িত্ব এবং অন্যন্যা বাহিনীর সাথে সমন্বয় পূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বাহিনীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে গ্রামের দারিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। কর্মদক্ষতা বৃদ্ধি করে উন্নয়নে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।