রাঙ্গামাটির ৬ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির ৬ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং মফস্বল সাংবাদিকদের নামে কুরুচিপূর্ণ প্রপাগান্ডা চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙ্গামাটি প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকেরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সদস্য মঈন উদ্দীন বাপ্পীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ, দৈনিক ইনকিলাবের রাঙ্গামাটি প্রতিনিধি ছৈয়দ মাহব্বুব আহমেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,চ্যানেল আই এর রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদ,দৈনিক আলোকিত বাংলাদেশের রাঙ্গামাটি প্রতিনিধি মোঃ হান্নান,সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন আক্তার,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি কাজী মোঃ জালোয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মিসেস জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মরহুম মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে ইমতিয়াজ ইমন নামের এক যুবক। এ যুবকের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলার সাংবাদিক মোঃ সোলায়মান,আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন,শহিদুল ইসলাম হৃদয় এবং মোঃ সাব্বির সহ মোট ৬জন সংবাদ পরিবেশন সহ প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। অবিলম্বে এ ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে প্রশাসনের নিকট জোরদাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।