রাঙ্গামাটিতে তিনদিনের সফরে এডিবি প্রতিনিধি দল
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পৌরসভা এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর চার সদস্যের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটিতে তিনদিনের সফরে এসেছেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, এডিবির মি: তরু ইয়াগী,কেনটা হাইয়াশী, এডিবি বাংলাদেশ অফিসের প্রকৌশলী আক্তারুজ্জামান ও প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে দলটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় পরিদর্শন করেন। পরে প্রকৌশলীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পৌর পানি সরবরাহক উপ-সহকারী প্রকৌশলী পূর্নেন্দু চাকমা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, রাঙ্গামাটি শহরে বর্তমানে ৩৫-৪০ ভাগ মানুষ পানি ও স্যানিটেশন সুবিধা ভোগ করছেন । আগামীতে পৌরবাসীর যাতে শতভাগ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হয় সে লক্ষ্যে এডিবির অর্থায়নে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, রাঙ্গামাটি পৌর এলাকায় পর্যটক এবং এলাকার সাধারন জনগণের সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে এবং পৌরসভা এলাকার মধ্যে যতগুলো বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে সেখানকার জনসাধারনকে পানি ও স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনা হবে। পানি ও স্যানিটেশন ব্যবস্থার পাশাপাশি পৌর এলাকার সকল পাবলিক টয়লেটের বর্জ্য দিয়ে কেন্দ্রীয় বায়োগ্যাস প্লান্ট করা হবে বলে তিনি জানান।
এদিকে, সভা শেষে এডিবির প্রতিনিধি দল রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন