বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ১
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান সদর উপজেলায় ট্রাক খাদে পড়ে বীর বাহাদুর ত্রিপুরা (৪০) নামে ১জন নিহত হয়েছেন। শনিবার (১১সেপ্টেম্বর) বিকালে সদরের ২নং কুহালং ইউনিয়াধীন ৬নং ওয়ার্ড জর্দান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, বালুভর্তি ট্রাকটি বালাঘাটা হতে জর্দান পাড়া উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকটি রাস্তার উচুঁ স্থানে উঠতে গিয়ে বামের চাকা সড়কে ভাঙা গর্তের মধ্যে ডেবে যায়। পরে গাড়ি জোড়ে যাওয়া চেষ্টা করলে ২০০ ফুট নিচের খাদে পতিত হয়। এতে ঘটনাস্থলেই বীর বাহাদুর ত্রিপুরা নিহত হয়। ঘটনার পর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত বীর বাহাদুর ত্রিপুরা(৪০) ৬নং ওয়ার্ডের জর্দান গ্রামের বীরক্ষন জয় ত্রিপুরা বড় ছেলে।
২নং সদর কুহালং ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিং মং জানান, বীর বাহাদুর ত্রিপুরা নিজ গ্রামে উদ্দেশ্য যাচ্ছিল। বাড়ি ফেরার পথে ট্রাকের সাহায্যে নেন। পরে দূর্ঘটনাটি ঘটলে ট্রাকে নিচে চাপা পড়ে নিহত হন।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইসমাইল হোসেন জানান, খবর পওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থল হতে ট্রাকটির নিচে চাপা থাকা নিহত ব্যক্তিকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বান্দরবান সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। লাশটি পর্যবেক্ষন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা তদন্ত অফিসার (এস আই) গোবিন্দ বলেন, ঘটনাটির ব্যাপারে তদন্ত করা হচ্ছে। মামলা করা হলে তদন্তনুসারে ব্যবস্থা নেওয়া হবে।