বরকলে ইউপি সদস্যেদের ভিজিডি চাল দিলেন ইউপি চেয়ারম্যান
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে গ্রামীণ দুস্থ মহিলাদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডি চাল ইউনিয়ন পরিষদের সদস্যেদের হাতে তুলে দিলেন ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা ।
বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদাম ঘাটে প্রতি জনকে ( জুলাই -অগাস্ট) দুই মাসে ৬০ কেজি করে ৩নং আইমাছড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২৮ জনকে সর্বমোট ২ হাজার ১৬০ কেজি, ২নং ওয়ার্ডে ৩ ৪জনকে সর্বমোট ২ হাজার ৪০ কেজি, ৩নং ওয়ার্ডে ২২জনকে সর্বমোট ১হ াজার ৩২০কেজি, ৪নং ওয়ার্ডে ২৭জনকে সর্বমোট ১ হাজার ৬২০ কেজি, ৫নং ওয়ার্ডে ৪১ জনকে সর্বমোট ২ হাজার ৪৬০ কেজি, ৬নং ওয়ার্ডে ২২ জনকে সর্বমোট ১ হাজার ৩২০কেজি, ৭নং ওয়ার্ডে ৩৮জনকে সর্বমোট ২হাজার ২৮০কেজি, ৮নং ওয়ার্ডে ২৪ জনকে সর্বমোট ১ হাজার ৪৪০ কেজি ও ৯নং ওয়ার্ডে ৩৯জনকে সর্বমোট ২ হাজার ৩৪০ কেজি ২৭৫ জনকে সর্বমোট ১৬হাজার ৫০০কেজি চাল দুস্থ মহিলার মাঝে বিতরণ করা হয়।
এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।