চন্দ্রঘোনা মিশন হাসপাতালে স্বেচ্ছাসেবীদের নিয়ে করোনা বিষয়ক কর্মশালা
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কোভিড-১৯ প্রতিরোধে গৃহিত কর্মসূচি এবং স্বাস্থ্য সুরক্ষায় যুব স্বেচ্ছাসেবিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাইস্থ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ইউনিট এই প্রশিক্ষণের আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএইচসি কর্মী মাসাং মারমা।
কর্মশালায় রেডক্রিসেন্ট, স্কাউটস ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবকের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।