[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে শুভ জন্মাষ্টমী উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

৪৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে সীমিত পরিসরে নানা ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছে।

সোমবার (৩০ আগষ্ট) রাতে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণ শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আন্দুর রহিম, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ, জেলা কেদ্রীয় উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় সহ কেন্দ্রীয় উদযাপন কমিটি গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমিত পরিসরে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে এক যুগ-সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দুধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতিবছর বিশ্বের হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। বৈশ্বিক করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদযাপন করা হচ্ছে।