[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় স্কুল শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

৪৭

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সালমা আক্তার(২৭) নামে এক স্কুল শিক্ষকের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার(৩০ আগস্ট) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ডাক্তার পাড়া এলাকায় নিজ বাসার তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, সালমা আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন লিটন মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বিদ্যালয়ে চলে যাওরার পর নিজ বাড়ির রান্ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। সন্তানেরা মায়ের এ অবস্থা দেখে কান্নাকাটি করলে পাশের বাড়ির লোকজন এসে দরজা খুলে এবং তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনে। পরে এলাকাবাসির সহায়তায় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বামী জানান, প্রায় মাস খানেক আগে তার একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এরপর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে । স্ত্রীর আত্মহত্যার কারণ তার বোধগম্য নয় বলে জানান তিনি। সালমা আক্তার তিন কন্যা সন্তানের জননী ছিলেন।

মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই মহিলাটির মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ কে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।