সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের মানববন্ধন
॥ বান্দরবান উপজেলা প্রতিনিধি ॥
৭ সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দরা। শনিবার (২৮আগস্ট) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বান্দরবান মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমসয় উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি টেলিভিশন জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, রিপোর্টারস ইউনিটির সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মংসাংনু মারমা, মাছরাঙা টেলিভিশিনে জেলা প্রতিনিধি কৌশিক দাশ, মোহনা টিভি প্রতিনিধি ছোটন বড়ুয়া, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি ইয়াছিন আরাফাতসহ জেলায় কর্মরত গণমাধ্যম প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের সাংবাদিক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা ক্রমাগত বেড়েই চলছে। এইভাবে দিনের পর দিন সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকলে দেশের চরম ক্ষতি হতে থাকবে। এসময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।