রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
॥ নিজস্ব প্রতিবেদক ॥
‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-০৩ সেপ্টেম্বরর) উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সস্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়নের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন,রাঙ্গামাটি মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙ্গামাটি মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে পারলে এখানকার মানুষের দরিদ্র বিমোচন, কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে জেলে এবং ব্যবসায়ীরা লাভবান হবে।
কিভাবে কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ বৃদ্ধি করা যায়, সেই সব বিষয়ে নানান পদক্ষেপের পরামর্শ প্রদান করেন সাংবাদিকেরা।