জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সংবাদ সম্মেলন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার (২৮আগষ্ট) সকালে কাপ্তাই মৎস্য অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, মৎস্য অফিস ক্ষেত্র সহকারী নাছির উদ্দিন ও সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা বলেন, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাইয়ে উক্ত কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, প্রামান্য চিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ, মাইকিং ও ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচার প্রচারনা এবং মতবিনিময় সভা। উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।