জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটিরাঙ্গায় সংবাদ সম্মেলন
॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো.মোহতাছিম বিল্লাহ্। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.মুজিবুর রহমান ভূঁইয়া,সহ-সভাপতি মো.জসিম উদ্দিন জয়নাল ,সদস্য মো.আবুল হাসেম, সদস্য মো.হোসেন জনি, মোঃ ইব্রাহিম প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুর রহমান বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন, ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠি আমিষের চাহিদা পুরণ, বৈদেশিক মুদ্রা অর্জন,কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মাটিরাঙ্গা উপজেলায় মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ উপজেলায় মৎস্য চাষ আগের তুলনায় বহুগুণ বেড়েছে। এতে করে নিজেদের উৎপাদিত মাছ দিয়েই প্রয়োজনীয় আমিষের চাহিদা পুরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।