বান্দরবানে কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
মহামারী করোনার কারণে সরকারীভাবে দেশে দফায় দফায় লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়ে মানুষ। এতে তাদের জীবন জীবিকা নির্বাহে খুবই কষ্টকর হয়ে পড়েছে। এ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছেন বান্দরবান সেনারিজিয়ন। সোমবার সকালে জেলার জিমনেশিয়ামের সম্মেলন কক্ষে সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উল সামাদ রাফি, সেনা জোন রিজিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হক রাসেল, সেনাজোনে ক্যাপ্টেন ফারহান ইসরাক চৌধুরী, সেনা সদস্যগণসহ সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগীরা ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উল সামাদ রাফি জানান, করোনার শুরু থেকে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে সেনাবাহিনী। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।