[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বেইলি ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে

৭৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বেইলি ব্রীজ ভেঙ্গে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক খালে পড়ে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন, চালক জামাল হোসেন (৪০),সহকারী বাসুদেব (৪২)। শনিবার ভোর রাতে উপজেলার পোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা টোলরোড থেকে কাউখালী উপজেলায় টেকনিক্যাল কলেজের ভবন নির্মানের জন্য অতিরিক্ত পাথর বোঝাই (আনুমানিক ৩৫টন) নিয়ে দশ চাকার ট্রাকটি পোয়াপাড়া বেইলি ব্রিজে উঠে। এরপর বিজ্রের অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ি সড়কে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মার্মা জানান, ৮২’র দশকের শেষের দিকে নির্মিত হয় বেইলি ব্রীজটি। এর ধারণ ক্ষমতা ছিল ৫ থেকে ৭ টন ওজনের। এরমধ্যে ৩৫ টন ওজনের ১০ চাকার একটি পাথর বোঝাই ট্রাক ব্রীজে উঠলে ভেঙ্গে পড়ে ব্রীজটি। তিনি আরো জানান, ব্রীজটি অনেক আগে থেকে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ইতিপূর্বে ২০০৪ সালে একটি গাছ বোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে নতুন করে পুনরায় সংস্কার করা হয়।

রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন জানান, ৩৫ টন ওজনের একটি পাথর বোঝাই ট্র্াকসহ বেইলি ব্রীজটি ভেঙ্গে পড়ে। ইতিমধ্যে যান চলাচলের জন্য ব্রীজের সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তিনি আরো জানান, ব্রীজের ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করা হবে।#