জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
বিভাগীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
গতকাল বুধবার (১৮ আগস্ট ) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তার হাতে এ পুরস্কার তুলেদেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এ অর্জনে ইতোমধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। অতীতের ন্যায় আগামীতেও সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এই পুরস্কার ঘোষণা করা হয়।