রাজস্থলীতে বাইসাইকেল শিখতে গিয়ে এক শিক্ষার্থীর মুত্যু
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পাইনছড়া নামক এলাকায় বাইসাইকেল চালাতে গিয়ে চহাইমং মারমা (১৪) নামে আহত হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) সকালে পাইনছড়া এলাকায় এ দুঘটনা ঘটে। চহাইময় মারমা উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া এলাকার মংসাথোয়াই মারমার ছেলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চহাইমং মারমা (১৪) বাইসাইকেল শিখানোর উদ্যাশে রাজস্থলী বাজারে আসার পথে পাহাড়ে ডালুতে সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাঁকা ড্রেনে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়।
পরে স্থানীয়রা উদ্বার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন
এ বিষয়ে ২ নং গাইন্দ্য ইউপি চেয়ারম্যান উথান মারমা জানান, ঘটনা শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়।