[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জাতীয় শোক দিবস পালিত

৬১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৫ অগাষ্ট) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,আর্থিক সহায়তা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।সভার শুরুতেই বঙ্গবন্ধুর স্বরণে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,মাগফেরাত কামনা, বৃক্ষরোপণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।

বঙ্গবন্ধু তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম , উপজেলা প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতীশ শঙ্কর চাকমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ,কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলি রাণী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর প্রমূখ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধুর চেতনা ছিল এদেশের মানুষকে একটি স্বাধীন স্বার্বভৌমত্ব দেশ উপহার দেয়া।মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব ও মানচিত্র পেয়েছে দেশের মানুষ।তার স্বপ্ন ছিল সোনার বাংলা দেশ গড়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি ঘাতক বাহিনীরা।তিনি ১৫ অগাস্ট ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন।তাই তার স্মরণে এ জাতীয় শোক দিবস।

বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তারা বলেন, দেশের জন্য যারা কাজ করে তাদের বাচিয়ে রাখা উচিত।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,ঘাতকের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ স্ব পরিবারকে হত্যা করে বাংলাদেশে নেতৃত্ব শূন্য করা।তাই ১৫ অগাস্ট স্ব পরিবারে শাহাদাত বরণ করেন।বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী।তার স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত, ক্ষুদামুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা।যদি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে উন্নয়ন কাজে এগিয়ে আসলে ভবিষ্যতে বাংলাদেশ রোল মডেলে পরিণত হবে।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা দেশ গড়া।তার স্বপ্ন পূরণের আগে ঘাতকের হাতে মৃত্যু বরণ করতে হয়।

তিনি বলেন,বঙ্গবন্ধু এদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি ১৫ অগাস্টে বঙ্গবন্ধুর সাথে যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণ করে প্রাণভরে দোয়া ও মাগফেরাত কামনা করেন।একইসাথে উপজেলায় সকল পেশার মানুষকে একীভূত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাষ্ট্রীয় স্বার্থে সকল প্রকার উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,জনপ্রতিনিধি সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে ক্ষুদে শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান,প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিচারকমণ্ডলীদের পুরস্কার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গবাদিপশু পালন ও হাঁসমুরগি পালন প্রকল্পের আওতায় ৫জন যুব’র মাঝে নগদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।

এদিকে,উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে মহামারি নিয়ন্ত্রণের জন্য করোনা ভ্যাকসিন গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনামূলক প্রচারণা অভিযান পরিচালনা করা হয়।