জাতীয় শোক দিবস উপলক্ষে ৭বিজিবি‘র ত্রান বিতরন
॥ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বাবুছড়ায় ৭বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধশতাধিক দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার(১৫আগস্ট) সকালে উপজেলার বাবুছড়ায় ৭বিজিবি ব্যাটালিয়নের জোনের ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী প্রদান করেন ৭বিজিবি‘র জোন কমান্ডার লে: কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক আহম্মেদ পিএসসি।
ত্রান সমাগী পেয়ে মহিনি চাকমা(৩২) বলেন, বিজিবি ত্রান দিয়েছে আমার অনেক ভাল লাগছে। আমারা বিজিবিকে ভয় পাইতাম এখন আর ভয় পাই না। ত্রানের মধ্যে রয়েছে চাউল ৫কেজি, সয়াবিন তেল ১ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি, আলু ২ কেজি।