[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতি
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

১২৬

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের দুই কর্মীকে আটক করা হয়েছে। অপরদিকে নানিয়ারচরে আরেকটি অভিযানে একই গ্রুপের আরো এক কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) ভোরে উত্তর বঙ্গলতলী নামক এলাকা থেকে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা(২২) নামে এ দুই ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোন এ বিশেষ অপারেশনটি পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়. আটক ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২) দীর্ঘদিন ধরে করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত।

তাদের তল্লাশি করে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, নগদ টাকা, মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুই সন্ত্রাসীদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা যাচাইবাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে নানিয়ারচর জোন সূত্র জানায়, শুক্রবার (১৩ আগষ্ট) রাত ২টার দিকে গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইউপিডিএফের (প্রসীত) কর্মী রূপায়ণ তালুকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি জাতীয় পরিচয় পত্রসহ একটি বিদেশি রাইফেল, ৫ রাউন্ড এ্যামুনেশন, ৩টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।