কাপ্তাইয়ে ইয়াবাসহ যুবক আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ১৩ পিস ইয়াবাসহ এক যুবকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ । গতকাল বুধবার(১১ আগষ্ট) রাত ১০ টায় রেশম বাগান এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় রাত ১০টায় রেশম বাগানে অভিযান চালিয়ে ১৩পিস ইয়াবাসহ মোঃ আবছার (২৮) নামের এজকনকে আটক করেছে। সে রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের মৃত আমির হামজার ছেলে।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন সত্যতা নিশ্চিত করে গতকাল ১০পিস ইয়াবাসহ এক যুবকে আটক করেছি। বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে নিয়মিত মাদক মামলা দায়ের করে আসামীকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
মাটিরাঙ্গায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা দোয়া ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক।
বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন বক্তব্য দেন।
বক্তারা বাঙ্গালীর দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মহিয়সী নারী, বাঙ্গালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।
এ সময় মাটিরাঙ্গার ৭জন দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন,মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে ৫জন অসচ্ছল নারী কে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি,সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল সহ অনেকে উপস্থিত ছিলেন।
বান্দরবানে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পাশে জঙ্গলে অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শনিবার (০৭ আগষ্ট) রাত ১১টা দিকে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর খামার বাড়ি রবার বাগান পাশ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐ এলাকার কয়েকজন লোক পা-হাত বাঁধা অবস্থায় এক ঝোঁপে লাশটি দেখতে পায়। এসময় তারা ওই নারীর লাশটি দেখে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশটিকে ময়নাতদন্তে জন্য বান্দরবার সদর হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার কর হয়েছে। তবে লাশটিতে গলা ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা খুন করেছে তা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সকাল ৯টায় মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু সাফল্যে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রায়ই কারাবন্দি থাকতেন। এই দুঃসময়েও একদিকে স্বামীর কারামুক্তিসহ বাংলাদেশ আওয়ামীলীগ পরিচালনা ও অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবকেও সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরকলে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বঙ্গমাতা,”সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙ্গামাটির বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর – ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা, দোয়া,দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ অগাষ্ট) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা।
এসময় উপজেলা বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৬জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৩জনকে ২হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।
কাপ্তাইয়ে বঙ্গমাতা ৯১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দরিদ্র ৬ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বমোট ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
রবিবার (৮আগষ্ট) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কিন্নরী তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন,চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসাঅং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন ও তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের অফিস সুপার ছালেহ আহমদ।
দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়িতে অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
॥ প্রীতিশ চাকমা,বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯১ তম জন্মদিন উপলক্ষে অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসম উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম , ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯১ তম জন্মদিন উপলক্ষে অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে করে এর উপার্জনে পরিবার কিছুটা হলেও আর্থিক সহায়তা পায়।
রাঙ্গামাটিতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙ্গামাটি পৌরসভা এলাকার ১৬ জন নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে ২ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়।
রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরো ৫৪ জন নারীকে সেলাই মেশিনসহ নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।
এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে ও এতিমখানাতে দেওয়া হচ্ছে বিশেষ খাবার।
বান্দরবানে বঙ্গমাতা ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক আয়োজনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরনী করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসক হল রুমে বান্দরবান অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বঙ্গমাতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় দিবসটি উদযাপন উপলক্ষে বান্দরবান সদর উপজেলার ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৫ জন অস্বচ্ছল নারীকে নগদ অর্থ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও সদরের ৬ কিশোর-কিশোরী ক্লাবের প্রতিটিকে বাদ্যযন্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণসহ বঙ্গমাতাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি শেষ শিশু শিল্পীদের জাতির পিতাকে নিয়ে লেখা বই উপহার প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।
এসময় বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার তৌছিফ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা মারমা সহ সরকারি কর্মকতাগন ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এইদিকে আলোচনা সভা শেষে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে সাংসদ দীপংকর এর উদ্যোগে রাঙামাটি কারাগারে খাবার বিতরণ
স্বাধীনতার জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ………দীপংকর তালুকদার এম পি
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম পি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে সহযোদ্ধা হয়ে বেগম মুজিব জাতীয় মুক্তি সংগ্রামকে বেগবান করেছেন। তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন নির্লোভ, নিরহঙ্কারী ও পরোপকারী। পার্থিব বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে এদেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আজ রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম দিন উপলক্ষ্যে এক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষ্যে গতকাল রবিবার দীপংকর তালুকদার এম পি’র নিজ উদ্যোগে রাঙামাটি জেলা কারাগারে অবস্থানরত আসামী ও কয়েদীর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে কারা পরিদর্শক দল রাঙামাটি কারাগারে নারী পুরুষ আসামী ও কয়েদীদের সুষ্ঠুভাবে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন, রাঙামাটি জেল সুপার মতিয়ার রহমান, জেলার মোঃ বাহারুল ইসলাম, বেসরকারী কারা পরিদর্শক ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বেসরকারী কারা পরিদর্শক মনোয়ারা আক্তার জাহান, সহকারী কমিশনার হাসান মোহাম্মদ সোয়াইব, সহকারী কমিশনার মোঃ আবদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আজ রবিবার রাঙামাটি জেলা কারাগারে মোট আসামী ও কয়েদীর সংখ্যা ছিল ২৪৯ জন। তন্মধ্যে পুরুষ ২৪১ জন এবং নারী ৮ জন।
আজ রবিবার বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে সাংসদ দীপংকর তালুকদার প্রদত্ত একবেলার খাবার তৈরী করেন বাবুর্চি তরিকুল ইসলাম ( তিনি বর্তমানে রাঙামাটি কারাগারে অবস্থানরত একজন কয়েদী)। খাবারের মধ্যে ছিল খাসীর মাংস, পোলাও ভাত, ডিম, সালাদ, কোক ইত্যাদি।
বান্দরবানে বঙ্গমাতা ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ক্যশৈহ্লা মারমা।
এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অব্দুল রহিম চৌধুরী,সহ সভাপতি দিপ্তীর কুমার বড়ুয়া, যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মো মোজামেল হক বাহাদুর, ক্যসাপ্রু মারমা, অজিত দাশ শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, মহিলা আওয়ামীলীগে সভাপতি নেত্রী জুহোনারা বেগম, সাধারণ সম্পাদক ম টিংটিংম্যা মারমা সহ আওয়ামীলীগ অঙ্গসঙ্গ নেতৃত্ববৃন্দ কর্মীরা উপস্তিত ছিলেন।
এইদিকে আলোচনা সভা শেষে জাতীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও প্রধানমন্ত্রী পরিবার জন্য সুস্থতা কামনা করা হয়।
টিকা নিতে আগ্রহী নয় ম্রো জনগোষ্টি
আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
বৈশিক মহামারি কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত গণহারে টিকা দান কার্যক্রম জেলা ভিত্তিক অব্যাহত থাকলেও গত ৭আগস্ট থেকে ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়।কিন্তু টংকাবতী ইউনিয়নে ১ ও ২নং ওয়ার্ডে ম্রো করোনা ভ্যকক্সিন টিকা নিতে আগ্রহী নয় ম্রো জনগোষ্ঠিরা। এতে হতাশ দেখা গেছে সচেতন নাগরিক ও জন প্রতিনিধিদের।
সরেজমিনে গিয়ে জানা যায়, বান্দরবান শহর হতে টংকাবতী ইউনিয়নে দুরত্ব প্রায় ১১ কিলোমিটার। যেখানে দুর্গম পাহাড়ে এলাকায় বিদ্যু ও নেটওয়ার্ক এখনো পৌছাইতে পারেনি। ফলে গ্রামে বাসিন্দারা বিদ্যুৎ ও নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন থাকায় তারা অজ্ঞাত। তবে গেল কয়েকদিন আগে পশু টিকা প্রয়োগ করে সেটি মৃত্যু গুজব ছড়াছড়ি হলে এখন করোনা টিকা নিতে রাজি নয় উক্ত ইউনিয়নে এলাকায় বাসিরা।
এইদিকে বান্দরবান শহরসহ বিভিন্ন উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিন কেন্দ্রগুলোতে টিকা আগ্রহীদের ভীড় লেগে আছে। কিন্তু বান্দরবানে (কোভিড -১৯) করোনা গণহারে টিকার কার্যক্রম শুরু হলেও সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ম্রো সম্প্রদায়ে টিকা গ্রহণে অনীহা প্রকাশ করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রত্যেক ইউনিয়নে ১ম পর্যায়ে ৬০০টি করোনা টিকা প্রদানের বরাদ্দ করা হয়েছে। যেখানে দূর্গম পাহাড়ী এলাকা নেটওর্য়াক বিহীন হওয়ায় তাদের সুবির্ধাতে ভোটার আইডি র্কাড প্রর্দশনের মাধ্যমে ২৫ বছর বয়সীদের টিকা দান শুরু করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
ইউনিয়নে সদস্য রাংরিং ম্রো বলেন, ওই এলাকার কিছু মানুষের এমন গুজব ছড়িয়েছে এই টিকা নিলে নাকি পরবর্তীতে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। তাদের টিকা গ্রহণের সুফল বোঝানোর পরও ঐ এলাকার ম্রো সম্প্রদায়ের জনগোষ্ঠীরা টিকা নিতে বেশিরভাগই রাজী হয়নি। এই কারণে টিকা গ্রহণে নিরুৎসাহিত হয়ে পড়ে ২টি ওর্য়াডের বাসীন্দারা। এতে এলাকার বসবাসরত জনমনে আতংক দেখা দিয়েছে।
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো জানান, অত্র ইউনিয়নের টিকা বরাদ্ধ হয়েছে ৬০০টি। এতে ১,২,৩নং ওর্য়াডে টিকাদান কার্যক্রম শুরু হলেও শুধুমাত্র ৩নং ওর্য়াডের ৭০জন টিকা গ্রহণ করেছে। কিন্তু ১ও২ নং ওর্য়াডের বাসীন্দারা ভয়ে টিকা গ্রহণ করতে আসেনি।
এই বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু বলেন, বিষয়টি নিয়ে অবগত আছি। টংকাবতি ইউনিয়নে ১ম পর্যায়ে ২টি ওর্য়াডের যারা টিকা গ্রহণে আগ্রহী নয়,তাদেরকে পরবর্তীতে এই টিকা গ্রহণের আওতায় অবশ্যই আনা হবে জানান এই কর্মকর্তা।
মহালছড়িতে অস্ত্রসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আটক
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মহালছড়িতে সেনা অভিযানে ৯ আগষ্ট ভোর ৩ টায় দুরছড়ি এলাকা থেকে বিরাজ মনি চাকমা (৩৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোন এর সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
সেনা সূত্রে জানা গেছে, বিরাজ মনি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মূল সংগঠনে থেকে দীর্ঘদিন যাবত দুরছড়ি এলাকায় চাঁদাবাজি,হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং ২০১৮ সালে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। বিরাজ মনি চাকমা কে গ্রেপ্তার করার পর তল্লাশি করে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রাঙ্গামাটির নানিয়ারচর থানার এজাহারভুক্ত আসামি। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে মহালছড়ি জোনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মহালছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বিরাজ মনি চাকমা নামে একজনকে আটক করেছে শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সেনাবাহিনী বিরাজমনি চাকমা নামে একজনকে অস্ত্রসহ আটক করে। আটক ব্যক্তিকে অস্ত্র মামলায় অন্তর্ভুক্ত করে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হবে।
বান্দরবানে করোনা ১জনের মৃত্যু, শনাক্ত ২১
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন । সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৬৫% । তবে চিকিৎসাধীন অবস্থায় ১জন মৃত্যু বরণ করেছে। তিনি সদর উপজেলা লালমোহন বাগানে মৃত মহসীন’র স্ত্রী নুরজাহান বেগম(৬৯)। এনিয়ে জেলার করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন, রোয়াংছড়ি উপজেলা ১ জন,রুমা উপজেলা ১ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম উপজেলা ১জন ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।
সোমবার (৯ আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪২ জন ও একহাজার ৪৪৮ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এ পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছেন।
বান্দরবানে নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৮৪% জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন,রুমা উপজেলা ২ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ২ জন, ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।
বুধবার (১১ আগষ্ট) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৬শত ৭০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৮শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৭৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৯৭ জন ও ১হাজার ৫শত ৬৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।
নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক ১
॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোলানার পাড়া শূন্য রেখার এক রোহিঙ্গাকে ৩৩টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি।
সোমবার (৯ আগষ্ট) সকালে পালংখালি পাকা রাস্তার উপর টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
৩৪ বিজিবির সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির বিজিবির সদস্যরা রোহিঙ্গাকে সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে ৪৭০ ভরী ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মোঃ জয়নুল আবেদীন (৬৫) পিতা মৃত ফজল আহমেদ। বাড়ী কোনার পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে।
৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ৪৭০ ভরি। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাটিরাঙ্গায় ১২ জন পল্লী উদ্যোক্তা পেল এসএমই ঋন
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ‘এসএমই’ ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
সোমবার (৯ আগষ্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋন বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলু ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন,এ ঋণ বিতরণের ফলে পল্লী উদ্যোক্তাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে।
এছাড়াও পল্লী উদ্যোক্তা ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দরিদ্র জনগণকে আয় উৎসাহী দক্ষতা ও সামাজিক উন্নয়ন কর্মসংস্থানের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে বলে মনে করেন তারা।
ঋণ গ্রহিতা সালেহা বেগম জানান,করোনা কালীন পল্লী উদ্যোক্তা ঋণ আশীর্বাদ হয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে। এ মহতি উদ্যেগের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় মাটিরাঙ্গার পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা হিসেবে ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে সহয শর্তে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা ।
বরকলে দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন করোনা শনাক্ত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলায় দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন মহিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী উপজেলার চাইল্যতুলী এলাকার বাসিন্দা।
সোমবার (৯ অগাস্ট ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।
গোপাল চাকমা আরও জানান, গত ২৫ জুলাই প্রথমবারে ১ জনের নমুনা পরীক্ষার পর ১ জনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ২৬,২৭ জুলাইয়ে ৭ জনের নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত উপজেলা ল্যাবে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে বলে তিনি জানান।
এদিকে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,বরকলে আরও একজন করোনা শনাক্ত হয়েছে।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং মোটামুটি সুস্থ আছেন বলে তিনি গণমাধ্যম জানান।
দীঘিনালায় আনসার‘র করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা
॥ সোহেল রানা দীঘিনালা ॥
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা শ্লোগান নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৩আনসার ব্যাটালিয়ন এর পক্ষ থেকে উপজেলার দীঘিনালা থানা বাজার, বোয়ালখালী নতুন বাজার, ছোট মেরুং বাজারসহ বিভিন্ন বাজারের করোনা ভাইরাস মোকাবেলায় টিকা প্রদানে উৎসাহ দান ও মাস্ক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(১০আগষ্ট) সকালে উপজেলা বোয়ালখালী বাজারের মাস্ক বিতরন করেন ৩আনসার ব্যাটলিয়ন আধিনায়ক চন্দন দেবনাথ। এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, কোম্পনি কমান্ডার রাজীব হোসাইন, মাসুম বিল্লাহ প্রমূখ।
মাস্ক বিতরন কালে অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, করোনা ভাইরাসে আতস্কিত না হয়ে অধিক সচেনত হতে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে হবে। কুসংস্কার ও গুজবে কান না দিয়ে সকলকে কোভিড-১৯ টিকা গ্রহন করতে হবে তাহলে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারব।
রাজস্থলীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ছাগলখাইয়া এলাকায় অনীমা দাশ( ২৫) নামক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে নিজ শাশুরবাড়ীতে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার একই এলাকার জুয়েল দাশের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে তিন বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে অনীমার সাথে তার স্বামীর কথা কাটা কাটি হয়ে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ীর লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্বার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে ময়নাদতন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তিনি স্বামীর সাথে কলহের জের ধরে আত্নহত্যা করেন। এখনও কেন আত্নহত্যা করেছেন নিশ্চিত না। এ কারনে লাশ ময়না তদন্ত করা হবে। আপাতত এ বিষয়ে অপমৃত্য মামলা হবে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কাপ্তাইয়ে লোকালয়ে বন্যপ্রাণী তান্ডব, ফসলের ক্ষতি অতিষ্ঠ এলাকাবাসী
কাপ্তাই প্রতিনিধি,
১০আগষ্ট২১
রাঙামাটি কাপ্তাইয়ে বনাঞ্চলের বন্যপ্রাণী লোকালয়ে এসে হামলা ও সৃজিত বাগান খেয়ে সাবাড় করছে। এদের ভয়ে এবং সৃজিত বাগানের ফল,মূল বিনষ্ট করায় অতিষ্ঠ এলাকাবাসী। বন্যপ্রাণী বোনের খাদ্য না পেয়ে প্রতিনিয়ত লোকালয় আসছে খাদ্যের সন্ধানে। পাশা,পাশি বাগানের কলা,কাঁঠাল,পেঁপে, পেয়ারাসহ বিভিন্ন ফলমূল খেয়ে সাবার করে চলছে। পাশাপাশি বন্যপ্রাণী হাতি প্রতিনিয়ত লোকালয়ে এসে হামলা ও ভাঙচুর করে চলছে। সম্প্রতি হাতির হামলায় হতাহতের ঘটনা ঘটলেও কোন কিছুতেই থামানো যাচ্ছে না লোকালয় আশা। এতে করে এলাকায় বসবাসরত লোকজন ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়ত ভয় ভীতির মধ্যে কাটতে হয়।বনাঞ্চল হতে কাপ্তাইয়ের জীবতলী সেনাক্যাম্প,নৌবাহিনী, পুলিশ সার্কেল এলাকা,ফরেষ্ট এলাকা,স্বাতম বিল্ডিং এলাকা,লগগেইট, শিলছড়ি, ওয়াগ্গা, সুইডিশ এলাকা,শিল্প এলাকা,বিএফআইডিসি এলাকা,চিপার হাউস,জাকির হোসেন স মিল এলাকা,চৌধুরীছড়া,প্রজেক্ট এলাকাসহ বিভিন্ন এলাকায় হাতির পাশা,পাশি বানর ও হলুমান এসে বাগানের সৃজিত ফসল ও ফলমূল বিনষ্ট করছে। শিল্পএলাকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত আবু ইউসুফ ও সেলিম জানান,বন হতে হাতি লোকালয়ে এসে আমার কলাবাগান ও বাগানের বিভিন্ন ফলমূল ক্ষতিগ্রস্ত করেছে। লুবনা নামের একজন নারী জানান,হাতির ভয়ে আমরা শিশুদের নিয়ে ভয়-ভীতি ও প্রতিনিয়ত আতংকে আছে। এ ব্যাপারে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ্ (ডিএফও) জানান,বন্যপ্রাণী হল বনজ সম্পাদ এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। বন্যপ্রাণী দ্বারা কোন ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ব্যবস্থা নিব। এবং আক্রান্ত হওয়া ভয়ভীতি দূর করনের জন্য এলিফ্যান্ট রেসপন্স টিম গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করেন।
অসহায় প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্মদিন পালন
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি গ্রামে প্রতিবন্ধী কিশোর চাকমা পরিচালিত ” স্বপ্ন প্রতিবন্ধী আশ্রম” এ থাকা প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্ম দিন পালন করেছেন নাম প্রকাশে অনেচ্ছুক ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্রী।
মঙ্গলবার(১০ আগষ্ট) দুপুর স্বপ্নের প্রতিবন্ধী আশ্রমে থাকা প্রতিবন্ধীদের জন্য উন্নত খাবারের মধ্যে ছিলো ভাত, ফলমূল ও পানীয়। প্রত্যেককে ২ শত টাকা করে প্রদান করা হয়।
জন্মদিন পালনকারীর পক্ষে ছিলেন, সংবাদকর্মী মিল্টন চাকমা ও স্কুল শিক্ষক আলোময় চাকমা। আশ্রমের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী কিশোর চাকমা জন্মদিন পালনকারীর জন্য সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে সার্বিক মঙ্গল কামনা করেছেন।
জন্মদিন পালনকারী বলেন, বিশাল কেক কেটে রঙঢঙ করে অযথা অর্থ ব্যয় না করে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে জন্মদিন পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন বেঁচে থাকি ততদিন জন্মদিন পালন করলে অসহায়দের নিয়ে যাতে জন্ম দিন পালন করতে পারেন তার জন্য সকলের আশির্বাদ কামনা করেছেন তিনি।
কাপ্তাইয়ে জেটিঘাটে ময়লার পাহাড় দূর্গন্ধে চলাচলের দুর্ভোগ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট একমাত্র ব্যবসায়ী প্রাণ কেন্দ্র এ কেন্দ্র হতে নৌ পথে বিভিন্ন পর্যটকসহ সরকারি-বেসরকারি লোকের নিয়মিত যাতায়াত ঘটে। কিন্ত জেটি নৌ পথে নামার সিঁড়ির একপাশে দেখা যায় ময়লা আবর্জনার পাহাড়। ময়লার স্তুপ হতে দূর্গন্ধ ছড়াচ্ছে, ফলে এই পথে চলাচলকারী যাত্রী সাধারণকে নাকে হাত চেপে রেখে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মা মারমা,আব্দুল সালাম স্বপন। এরা বলছেন আমরা প্রতিদিন এ পথ দিয়ে নামার সময় ময়লার দূর্গন্ধ বমি আসে।
প্রতিদিন শত শত যাত্রী নৌ পথে বিলাইছড়ি এবং রাঙ্গামাটিতে যাতায়াতের জন্য এই সিড়ি ব্যবহার করে। এছাড়া কাপ্তাই লেক, কাপ্তাই সেনাবাহিনী পরিচালিত লেক ভিউ পিকনিক স্পট এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নান্দনিক ঝর্না উপভোগ করতে অসংখ্য পর্যটক আসা যাওয়া করে এই পথে। সিঁড়ির পাশে এই ময়লার স্তুপ দেখে অনেকেই এ ময়লার স্তুপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ ঝেড়েছেন।
কাপ্তাই জেটিঘাট বোট সমিতির লাইনম্যান শীতল সরকার বলেন, এটা অপসারণের দায়িত্ব বাজার কমিটির। কারন এইখানে সবচেয়ে বাজারের ময়লা ফেলা হয় বেশী।
কাপ্তাই জেটিঘাট বাজার সমিতির সাবেক সভাপতি লোকমান আহমেদ বলেন, এটা অবশ্যই পরিস্কার হওয়া উচিত। তবে জেটির সাথে সংশ্লিষ্ট জেটি কন্ট্রাকটরের দায়িত্ব এটা পরিস্কার করা।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও জেটিঘাট ইজারাদার সমিতির সদস্য ইউপি সদস্য সজিবুর রহমান জানান, অচিরেই এই ময়লার স্তুপ অপসারণ করা হবে উল্লেখ করেন।
স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিল পালাতক প্রবাসীর স্ত্রী
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় প্রেমিকের হাত ধরে পালানো প্রবাসীর স্ত্রী ২৪ দিন পরে স্বেচ্ছায় লামা থানা পুলিশের কাছে ধরা দিয়েছে।
প্রেমিকের হাত ধরে পালানোর ঘটনায় ফ্রান্স প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ভিকটিম উদ্ধারে লামা থানায় মামলা করেছিল। মামলায় প্রেমিক সুভাত কুসুম বড়ুয়া (২০) ও তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) আসামি করা হয়।
জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ায় প্রেমিকের হাত ধরে গত ১৮ জুলাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়। বুধবার (১১আগস্ট) সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করার উদ্দেশ্যে পুলিশের কাছে ধরা দেয়। লামা থানা পুলিশের ডিউটি অফিসার বলেন, ভিকটিম লামা থানা পুলিশের হেফাজতে আছে।
স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিল পালাতক প্রবাসীর স্ত্রী
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় প্রেমিকের হাত ধরে পালানো প্রবাসীর স্ত্রী ২৪ দিন পরে স্বেচ্ছায় লামা থানা পুলিশের কাছে ধরা দিয়েছে।
প্রেমিকের হাত ধরে পালানোর ঘটনায় ফ্রান্স প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ভিকটিম উদ্ধারে লামা থানায় মামলা করেছিল। মামলায় প্রেমিক সুভাত কুসুম বড়ুয়া (২০) ও তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) আসামি করা হয়।
জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ায় প্রেমিকের হাত ধরে গত ১৮ জুলাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়। বুধবার (১১আগস্ট) সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করার উদ্দেশ্যে পুলিশের কাছে ধরা দেয়। লামা থানা পুলিশের ডিউটি অফিসার বলেন, ভিকটিম লামা থানা পুলিশের হেফাজতে আছে।
বরকলে ইউএনও কার্যালয়ে এক আনসার সদস্য করোনায় আক্রান্ত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা নির্বাহী কার্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য বলে জানা গেছে ।
বুধবার (১১অগাস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।
আক্রান্ত ব্যক্তি জানান- কয়েকদিন ধরে তার গা ব্যাথা ও জ্বর জ্বর অনুভব হয়। পরে তিনি করোনা সন্দেহ হলে হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করালে পজিটিভ ধরা পড়ে। তবে তিনি সুস্থ আছেন বলে জানান।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,সারা দেশে প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলায় অনেকটা কম।
লামা চকরিয়া সড়কে কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামা আলীকদম চকরিয়া প্রধান সড়কের মধুঝিরি মাষ্টারপাড়া এলাকায় ১টি কালবার্ট ভেঙ্গে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মধুঝিরি মাষ্টার পাড়া এলাকায় প্রধান সড়কের উপর নির্মিত দীর্ঘ দিনের (অর্ধশত বছর) পুরোনো কালবার্ট এর নিচের মাটি সরে গেলে, ইটের গাথুনী দ্ধারা নির্মীত গাইড ওয়ালটি হেলে যায়। যার কারণে কালবার্টটি ধসে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের ভারী বর্ষণে পাহাড়ি পানির তীব্র স্রোতে পুরোনো কালবার্ট এর নিচে ঝিরির পাড় ভেঙ্গে যাওয়াই এবং গাইড ওয়ালের গোড়ায় মাটি সরে গিয়ে কালবার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
এলাকাবাসির দাবি, লামা-আলীকদম-চকরিয়া চলাচলের প্রধান সড়কে কাঠ ও পন্যবাহী এবং ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন কাজ করার জন্য প্রতিদিন অসংখ্য ট্রাক, কার্গো, লরী সহ ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায়, এ সড়কে স্থায়ী ভাবে দীর্ঘ মেয়াদী সিসি ঢালাই প্রসস্থ ব্রীজ নির্মাণ করা হউক।
যাত্রীরা ভাঙ্গা কালভার্টটির এক প্রান্তে নেমে হেঁটে পার হয়ে, অপর প্রান্তে থাকা আরেকটি বাস অথবা জিপে চড়ে যাতায়াত করতে দেখা যায়।
দূর্ঘটনা রোধ করতে লামা থানা পুলিশ সড়কের দু’পাশে ব্যারিকেড দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এই সড়কের লামা-আলীকদম-চকরিয়া গামী যাত্রীদের যেন যানবাহন চলাচলে ভোগান্তি না হয় সেই বিষয়টি মাথায় রেখে, লামা বাজার হইতে সাবেক বিলছড়ি বিকল্প রোড়ে, যাত্রীবাহী জিপসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের বান্দরবান জেলা প্রকৌশলী মুসলে উদ্দিন চৌধুরী বলেন, দ্রুত ভেঙ্গে পড়া কালভার্টটি নতুন করে নির্মাণ করা হবে। তিনি সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রাথমিকের নিয়োগবিধি সংশোধনের দাবিতে মাটিরাঙ্গায় স্মারকলিপি
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাথমিকের নিয়োগবিধি সংশোধনের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১’ প্রনয়নকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাইলফলক উল্লেখ করে এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতির বিধান যুক্ত না করায় তা সংশোধনের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতি প্রদানেরও দাবী জানানো হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে মাটিরাঙ্গা উপজেলার শিক্ষা অফিসার মনিরুজ্জামান’র মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে প্রদত্ত স্মারকলিপিতে এসব দাবী জানিয়েছেন প্রধান শিক্ষকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা প্রদান করলেও তা এখনও বাস্তবায়ন না হওয়ায় ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদার সুফল ভোগ করতে পারছেন না প্রধান শিক্ষকরা। আবার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রধান শিক্ষকরা তাদের বকেয়া টাইমস্কেলও পাচ্ছেন না বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর এক সংশোধনী গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান শিক্ষকদের পদোন্নতি বন্ধ করা হয়। যা প্রধান শিক্ষকদের কাছে একটি ‘কালো আইন’ নামে পরিচিত। ফলে প্রধান শিক্ষক পদটি দীর্ঘ ২৭ বছর ধরে ‘ব্লক পোস্ট’ হিসেবে রয়েছে।
ইতিমধ্যে যে সকল সহকারি শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে তারা দীর্ঘদিন যাবত দক্ষতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছে। পদোন্নতি না হওয়ার বিষয়টি চরম বেদনাদায়ক ও মানবতা পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মাটিরাঙ্গা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও তপ্ত মাষ্টার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, উপজেলা সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা মডেল সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, নতুনপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক কীর্তি ত্রিপুরা, বাইল্যাছড়ি মুসলিমপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক প্রীতি বালা ত্রিপুরা,পূর্ব ধলিয়া সপ্রাবি প্রধান শিক্ষক মালেকা সুলতানা,খেদাছড়া ডিপি পাড়া সপ্রাবি প্রধান শিক্ষক আমেনা মজুমদার,গোমতী সপ্রাবি প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।