বরকলে ইউএনও কার্যালয়ে এক আনসার সদস্য করোনায় আক্রান্ত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা নির্বাহী কার্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য বলে জানা গেছে ।
বুধবার (১১অগাস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।
আক্রান্ত ব্যক্তি জানান- কয়েকদিন ধরে তার গা ব্যাথা ও জ্বর জ্বর অনুভব হয়। পরে তিনি করোনা সন্দেহ হলে হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করালে পজিটিভ ধরা পড়ে। তবে তিনি সুস্থ আছেন বলে জানান।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,সারা দেশে প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলায় অনেকটা কম।