বরকলে দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন করোনা শনাক্ত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলায় দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন মহিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী উপজেলার চাইল্যতুলী এলাকার বাসিন্দা।
সোমবার (৯ অগাস্ট ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।
গোপাল চাকমা আরও জানান, গত ২৫ জুলাই প্রথমবারে ১ জনের নমুনা পরীক্ষার পর ১ জনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ২৬,২৭ জুলাইয়ে ৭ জনের নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত উপজেলা ল্যাবে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে বলে তিনি জানান।
এদিকে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,বরকলে আরও একজন করোনা শনাক্ত হয়েছে।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং মোটামুটি সুস্থ আছেন বলে তিনি গণমাধ্যম জানান।