[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে গণটিকাদানের নিবন্ধন ফ্রি করে দিচ্ছে ছাত্রলীগ

১১৮

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে গণটিকাদান ক্যাম্পে মানুষের ভীর জমাচ্ছে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার” এই শ্লোগানের সারাদেশে ন্যায় উপজেলা সদরসহ ৪টি ইউনিয়নের একযোগে ২৫ বছরে তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমটি উপজেলা সদরসহ ৬টি কেন্দ্রে ১৮টি বুুুুথের গণটিকাদান ১২ আগস্ট পর্যন্ত চলবে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় থেকে দিনব্যাপী টিকাকেন্দ্র থানচি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের নির্দেশনায় অনুযায়ী চেয়ার-টেবিল নিয়ে বসে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে গ্রামাঞ্চল থেকে করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করতে আসার মানুষদের মাঝে ফ্রি রেজিষ্ট্রেশন করাসহ টিকা কার্ড প্রিন্ট করে দিচ্ছে। এই গণটিকাদান কর্মসূচী চলমানের ফ্রি রেজিষ্ট্রেশন করাসহ টিকা কার্ড প্রিন্ট কার্যক্রমটি অব্যাহত থাকবে।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা, সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরা, সহ-সভাপতি বাসিংয়ই মারমাসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা বলেন, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা করোনা ভ্যাকসিন টিকা নিতে আসার তাদেরকে ফ্রিতে রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রিন্ট করে দিয়ে জনগণের সেবায় আর্শীবাদ নিচ্ছি।

তিনি আরো বলেন, জনকল্যাণের জন্য ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে আছে। টিকা নিতে আসার জনগণের যেকোনো সমস্যার হলে ছাত্রলীগ তা ব্যবস্থা করে দেবে। করোনার গণটিকাদান কার্যক্রম চলমান অবস্থাতে প্রত্যন্ত অঞ্চল থেকে টিকা নিতে আসার জনগণের সেবা দিতে পাশে থাকবে ছাত্রলীগ।