[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বৃষ্টি ও কাঁদাপানি মাড়িয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখে গেলেন রিজভীখাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধাররোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপকাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছেকাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে ঘুঘু পাখি উদ্ধারগৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত দিন আষাঢ়ী পূর্ণিমারুমায় বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা মহাসমারোহে উদযাপনদুই দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির রাজস্থলীতে খেটে খাওয়া মানুষের মুখ মলিনরাঙ্গামাটির লংগদুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

৯২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে সদর উপজেলার ডলুপাড়ায় যৌথবাহিনীর অভিযানে সুমন চাকমা (২৬) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে । আটককৃত ব্যক্তি আঞ্চলিক রাজনৈতিক দলের চাঁদা কালেক্টর বলে জানা গেছে।

সোমবার (২আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ডুলু পাড়া এলাকা পরিচালিত ২নং কুহালং ইউনিয়নে অভিযান চালিয়ে চাঁদা কালেক্টরকে সুমন চাকমাকে আটক করে। পরে সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, যৌথবাহিনী এ অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।