কাপ্তাইয়ে করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা প্রকোপ। মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেবী আক্তার (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, গত ২৪ জুলাই ওই মহিলার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।