সরকারি অর্থকে সঠিক কাজে লাগিয়ে ভাগ্যের পরিবর্তন করতে হবে- পার্বত্য মন্ত্রী
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র অধীনে পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির ও ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বরাদ্দকৃত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২ আগষ্ট) সকালে বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিক ভাবে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, সরকারের দেওয়া এই টাকা গুলি সঠিক কাজে লাগিয়ে আমাদের আর্থিক সাবলম্বী হয়ে ভাগ্যের পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, করোনা মহামারীতে আর্থিক অনটন কাটিয়ে উঠতে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে পোল্ট্রি ফার্ম, পশুপালন, মৎস্য, কৃষি কার্যক্রম ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিচালনা, পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত রাখার লক্ষ্যে পেশাজীবি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে এগিয়ে আসা আহব্বাদ জানান।
বিআরডিবি সূত্রে জানা যায় বান্দরবান সদর উপজেলায় বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ৩০ জন উদ্যোক্তাদের মাঝে ৫৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বান্দরবানের ৫ টি উপজেলায় ৭৭ জনের জন্য প্রণোদনার ঋণ হিসেবে বরাদ্দকৃত সর্বমোট ১ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হবে।
এসময় জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহি অফিসার তৌসিফ আহমেদ, লামা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপালকৃষ্ণ চক্রবর্তী, বান্দরবান বিআরডিবির উপ-পরিচালক সুইক্রাচিং মারমা সহ গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।